বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় কোতোয়ালী থানাধীন বলুয়ার দীঘির পাড় এলাকার এক বাসিন্দা মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৫ জুন) হাসপাতালের মেডিসন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে গতকাল সন্ধ্যায় ভর্তি হন তিনি। হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনি রোগে ভুগছিলেন। আজ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













