২৫ অক্টোবর ২০২৫

নগরীতে করোনার উপসর্গ নিয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দর নগরী চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে । এ নিয়ে চট্টগ্রামে করোনা এবং উপসর্গ নিয়ে ৫ জন চিকিৎসক মারা গেছেন।

রোববার (১৪ জুন) শ্বাসকষ্ট নিয়ে ডা. সাদেকুর রহমান আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক বলেন, গতকাল ডা. সাদেককে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।

তিনি করোনা পজেটিভ ছিলেন না। তবে শ্বাসকষ্ট ছিল। ভোরে তিনি মারা যান।

ডা. সাদেকুর রহমান চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ছিলেন।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চেয়ারম্যান এবং বিএমএ সহ-সভাপতি ডা. শফিউল আজম বলেন, তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মাসখানেক আগে থেকে ছুটিতে ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় মা ও শিশু হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।

গত শুক্রবার রাতে করোনা আক্রান্ত হয়ে আরিফ হাসান নামে এক চিকিৎসকের মৃত্যু হয় চমেক হাসপাতালে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ