বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী নারী হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ সকালে তিনি মারা গেলে আমরা তার নমুনা সংগ্রহ করি। রাতে তার রির্পোটে পজেটিভ এসেছে। এর আগে একজন বৃদ্ধ এবং গতকাল রাত আড়াইটায় মারা যায় পটিয়ার ৬ বছরের এক শিশু।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে চট্টগ্রামে মোট ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের আলামত মিলেছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













