বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে ছাত্রলীগের উদ্যোগে মহামারি করোনার প্রাদুর্ভাব রুখতে মাস্ক, হ্যান্ড গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণুনাশক স্প্রে প্রদান ও সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) নগরীর ষোলশহরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা হাসমত খান আতিফের নেতৃত্বে এসব দ্রব্যাদি বিতরণ করা হয়।
মহামারি করোনার প্রাদুর্ভাব রুখতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে লিফলেট বিতরণ, মাস্ক, হ্যান্ড গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও বিভিন্ন জায়গায় জীবাণুনাষক স্প্রে প্রদান করা হয়েছে।
করোনা প্রতিরোধে এলাকার সবাইকে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত পরিষ্কার রাখার উপদেশ এবং সরকারি নির্দেশনা মেনে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ।
নগরীর এ সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সাঈদ আল জাবের, মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দীন সৌরভ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আরেফিন রিয়াদ, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত হোসাইন আরবী, বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা দিদারুল আলম, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ মামুন, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মুহাম্মদ রায়হান, পাঁচলাইশ থানা ছাত্রলীগ মুহাম্মদ মিযান, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তারিবুন চৌধুরী ও শেখ মোহাম্মদ হামীমসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













