২৩ অক্টোবর ২০২৫

নগরীতে গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

গ্রেপ্তার চারজন হলেন -মোঃ রবিউল আউয়াল প্রকাম আউয়াল (২৫), নিজাম উদ্দিন (৩২), মোঃ শামিম (৪৮) এবং মোঃ রুবেল প্রকাশ সালাউদ্দিন (৪৮)। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন