বাংলাধারা প্রতিবেদন »
নইগিরীর বায়েজীদ বোস্তামী থানাধীন চাইল্যাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গতকাল ( ২৯ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এক গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর জেলার সদর থানাধীন শাকচর ইউপিস্থ দাউদ মিয়ার বাড়ী’তে অভিযান পরিচালনা করে মোঃ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৩০) কে আটক করা হয় ।
আটককৃত ব্যাক্তির দেয়া তথ্য মতে আজ বায়েজীদ বোস্তামী থানাধীন চাইল্যাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগরের বাড়িতে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ ।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













