৫ নভেম্বর ২০২৫

নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৭

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীতে মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৭জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে সল্টগোলা ক্রসিংয়ে অবস্থিত মেরিন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে  দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আমংকাজনক বলে জানা গেছে।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর নুরুল হুদা জানান, গত রাত ১১টার দিকে লোহার প্লেট কাটার সময় এ বিস্ফোরণ ঘটে।এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিস।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ