২৮ অক্টোবর ২০২৫

নগরীতে চোরাই মোটরসাইকেল কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হরেশ চন্দ্র মুন্সেফ লেইন থেকে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাতে মহেশখালীর পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন— খায়রুল আমিন (৩১) ও সাদ্দাম হোসেন (২৮)।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত ৩ ডিসেম্বর মোটর সাইকেলটি চুরি হলে পরদিন থানায় অভিযোগ করেন মশিউর রহমান রোকন নামের এক ব্যক্তি । গতকাল রবিবার মহেশখালী থানার পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে খায়রুল ও সাদ্দামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে রাখা মোটরসাইকেলটির সন্ধান দেয়।

আরও পড়ুন