২৩ অক্টোবর ২০২৫

নগরীতে জাল নোটসহ দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে জাল টাকাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুই লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার দুই যুবকের মধ্যে এক কলেজ শিক্ষার্থীও আছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর বন্দর থানার নিমতলা খালপাড় ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— মো. শাকিব (২০) ও অন্তর বিশ্বাস (২২)। তাদের মধ্যে শাকিব নগরীর একটি বেসরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, পৃথক অভিযান চালিয়ে মো.শাকিব ও অন্তর বিশ্বাসকে ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্য মতে পাহাড়তলী থানার বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন