২৯ অক্টোবর ২০২৫

নগরীতে জেলা প্রশাসনের অভিযান : অনিয়ম পেয়ে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বিভিন্ন ফলের খুচরা দোকানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় দোকান মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার অপরাধে কয়েকটি হার্ডওয়্যার, সেলুন ও টেইলার্সকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার ( ৮ মে ) নগরীর দেওয়ানহাট, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুলসহ ডবলমুরিং ও হালিশহর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, সর্বমোট ২০ টি মামলা ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং এর অংশ হিসেবে নগরীর চকবাজার,পাচলাইশ, চান্দগাও, খুলশী এলাকায় মূল্য তালিকা না থাকায় ১১ মুদি দোকানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন ও টেরাকোটা রেস্তোরাঁ কে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, একই ফ্রিজে কাচা মাংসও রান্না খাবার রাখা, এবং রান্না করা বাসী সবজি ফ্রিজে রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১২টি মামলায় ৭৯ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, আকবর শাহ,পাহাড়তলী,বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করার কারণে ২ টি মোটরসাইকেল আরোহীকে ১০০০ ও ৫০০ টাকা জরিমানা করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন