বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ঈদগাঁহ এলাকায় ট্রাকের ধাক্কায় দৈনিক ইনফো বাংলার এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ।
শনিবার (৯ মে) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার এস আই জমির উদ্দীন জানান, ঈদগা কাঁচা রাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল হক ফারুক নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দৈনিক ইনেফা বাংলার রিপোর্টার। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। তিনি সাগরিকা পাঠান পাড়ায় বসবাস করতেন।
দেওয়ানহাটের দিকে যাওয়ার সময় ঈদগাঁও কাঁচাবাজার এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।’
চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি।
বাংলাধারা/এফএস/টিএম













