৩১ অক্টোবর ২০২৫

নগরীতে তেলবাহী ওয়াগনের তিন বগি লাইনচ্যুত

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাচলাইশ থানাধীন দুই নম্বর গেইট এলাকায় দোহাজারীগামী একটি তেলবাহী ওয়াগনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায কোনো বগি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রেলক্রসিংয়ের ফরিদ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন জানান, লাইনচ্যুত তিনটি বগির মধ্যে একটি বগি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তেলও পড়েনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন