বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরে ‘সানি গ্যাং ও পিচ্ছি সাকিব গ্যাং’ নামে দুই কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বায়েজিদ ও পাহাড়তলী এলাকা থেকে দুটি গ্যাংয়ের এসব সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সানি গ্যাংয়ের সদস্যরা হলেন, রিয়াজ উদ্দিন সানি (২৪), সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮) ও আল রাব্বি (২৪)। এর মধ্যে গ্যাং লিডার রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তানভীর ও আল রাব্বির বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামী থানায় চুরির মামলা রয়েছে।
অন্যদিকে গ্রেফতার পিচ্ছি শাকিব গ্যাংয়ের সদস্যরা হলেন- গ্যাং লিডার মো. জসিম (২৫), মো. রাকিব(১৯), বেলাল মিয়া সাজু (২৩) ও মো. সাকিব(১৫)।
র্যাব-৭ কর্মকর্তারা জানান, সানি গ্যাংয়ের সদস্যরা বায়েজিদ এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজিতে জড়িত। গ্যাং লিডার রিয়াজ উদ্দিন সানী বায়েজিদ এলাকার একটি হত্যা মামলার আসামি। এই গ্যাং প্রকাশ্যে বায়েজিদ বোস্তামী এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিতে লিপ্ত।
পিচ্চি শাকিব গ্যাংয়ের সদস্যরা পাহাড়তলী এলাকায় টাকার বিনিময়ে বিভিন্নজনের হয়ে মারামারি, জমি দখলের মত বিভিন্ন অপরাধমূলক কাজে অংশ নেওয়ার পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইয়ে জড়িত বলে র্যাব দাবি করছে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গ্রেপ্তার জসিম, রাকিব এবং বেলালের বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি, সাকিবের বিরুদ্ধে পাহাড়তলী এবং আকবরশাহ থানায় দুটি ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে।













