বাংলাধারা প্রতিবেদক »
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ১৪২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক সর্বশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ১৬ থানার অফিসার ইনচার্জ এবং প্রতিটি থানার পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা বলেন, শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্ব অনুসারে পূজা মণ্ডপলোকে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ ৩টি শ্রেণিতে বিভক্ত করে সে অনুপাতে অফিসার-ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, পূজা উপলক্ষে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ইউনিফর্মধারী পুলিশ, ডিবি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তার প্রথম স্তর হবে প্রত্যেক মণ্ডপ ভিত্তিক নিরাপত্তা, দ্বিতীয় স্তরে ৫-৭টি মন্ডপের জন্য একটি টহল দল ও তৃতীয় স্তরে পুলিশ পরিদর্শক/অফিসার ইনচার্জদের তদারকি টিম নিয়োজিত থাকবে, চতুর্থ স্তরে থাকবে জেলা সদরের ডিবি, স্পেশাল টিম ও ডিএসবি এবং পঞ্চম স্তরে সার্কেলের এএসপি/অতিরিক্ত এসপি এবং বিভাগের অতিরিক্ত এসপিগণ সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন। এছাড়া পূজা উদযাপনকালে সড়ক/মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ মন্ডপে সিসি টিভি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, সর্বোপরি সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনিন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের নিমিত্তে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ণ করা হয়েছে। জেলার ১৫২০টি প্রতিমা পূজামণ্ডপ এবং ৩৫৫টি ঘট পূজার নিরাপত্তায় প্রায় ৩০০০ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ ও উৎসবমূখর এ ধর্মীয় অনুষ্ঠান সমাপ্ত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় প্রদত্ত সকল নির্দেশনা অনুসরণ করা হবে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













