বাংলাধারা প্রতিবেদন »
নগরীর হালিশহর থানাধীন টোল রোড এলাকায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ ১ জনকে গ্রেফতার করেছে ।
বুধবার (২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ জানায় বুধবার (২ অক্টোবর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন টোল রোড এলাকায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ মো: বেলাল (৪০)’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













