৯ ডিসেম্বর ২০২৫

নগরীতে পলিথিন কারখানায় অভিযান: ১ টন পলিথিন ব্যাগ জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর আতুরার ডিপো এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে একটন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় নামহীন কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে আতুরার ডিপোর উত্তর গেট এলাকার পাড়ার গলির ভিতর অভিযান চালানো হয়। এ সময় নামহীন ওই প্রতিষ্ঠান থেকে প্রায় একটন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। তবে পলিথিন কারখানার মালিককে খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, ঢাকার এক ব্যক্তি এই কারখানা চালান বলে জানা যায়। আমরা ওই কারখানার পাশের এক ব্যক্তিকে একটি নোটিশ দিয়ে এসেছি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ