বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে প্রথম করোনায় আক্রান্ত বৃদ্ধের পরিবারের চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধু ছেলের পজেটিভ এসেছে। বাকি তিনজনের নেগেটিভ।
রোববার (৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ অব ট্রপিক্যাল আয়ান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুইজনে।
এছাড়াও আজ মোট ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, চট্টগ্রামের বিআইটিআইডিতে এ পর্যন্ত মোট ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/টিএম













