৫ নভেম্বর ২০২৫

নগরীতে বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

শিল্পপতি ও বিএনপি নেতা শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা জানান, অর্থ আত্মসাৎ মামলায় দুটি সাজা পরোয়ানামূলে মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগে মেঘনা গ্রুপের দায়ের দুটি মামলায় শামসুল আলমের সাজা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। এরপর কিছুদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৪ সালের নির্বাচনের পর থেকে শামসুল আলম আর রাজনীতির মাঠে সক্রিয় নন বলে জানান দলের নেতারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ