২৮ অক্টোবর ২০২৫

নগরীতে বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা ভীতি উপেক্ষা করে বেতন ভাতার দাবিতে চট্টগ্রাম ইপিজেডে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা ওয়্যারস লিমিটেড নামে কারখানার শ্রমিকরা ফ্রি পোর্ট এলাকায় বিক্ষোভ করেন।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পোশাক শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। পরে মালিক পক্ষ ১৮ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন