২৬ অক্টোবর ২০২৫

নগরীতে ভোক্তা অ‌ধিকারের অ‌ভিযান, জ‌রিমানা

বাংলাধারা প্রতিবেদন »

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক মহানগরীর পাঁচলাইশ ও বা‌য়ে‌জিদ থানা এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লনা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা ১০টা থেকে চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

অ‌ভিযা‌নে ৬ প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৪০ হাজার টাকা প্রশাস‌নিক জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অ‌ভিযান প‌রিচালনাকা‌লে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ধ্বংস করা হয়।

এছাড়াও নগ‌রীর বি‌ভিন্ন স্থা‌নে টি‌সি‌বি কর্তৃক প‌রিচা‌লিত ট্রাক সেল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। ‌টি‌সি‌বি কর্তৃক নগরীর ১০‌টি স্থা‌নে সরকার নির্ধা‌রিত মূ‌ল্যে ট্রা‌ক যোগে চি‌নি, ডাল ও সয়া‌বিন তেল বিক্রয় করা হ‌চ্ছে বলেও জানা যায়।

উল্লেখ্য, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

বাংলাধারা/এফএ/টিএম/ইরা

আরও পড়ুন