২৪ অক্টোবর ২০২৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নানা অনিয়ম পেয়ে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কাজীর দেউড়ি বাজার ও পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়ম পেয়ে বেশ ক’জন দোকানিকে জরিমানা করা হয়।

শনিবার (৪ জুলাই) কাজীর দেউড়ি বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও পাহাড়তলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, কাজীর দেউড়ি বাজারে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আদা, রসুন বিক্রি করায় মেসার্স রুবেল স্টোর ও মেসার্স ইলিয়াস স্টোরকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জানান, পাহাড়তলীতে আম্মান বেকারি ও ইলিয়াস বেকারির কারখানায় গিয়ে দেখা যায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আম্মান বেকারিকে ৫ হাজার টাকা ও ইলিয়াস বেকারিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এসময় বিক্রেতা এবং কর্মীদের স্বাস্থ্য বিধি মেনে ও বিএসটিআই এর অনুমোদন সাপেক্ষে খাদ্য উৎপাদনের জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন