৪ নভেম্বর ২০২৫

নগরীতে মলমের অতিরিক্ত দাম নেয়ায় ফার্মেসিকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় নগরীর ওআর নিজাম রোডে অবস্থিত কিউপিএস ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিস ব্রান্ড ও অনুমোদিত ওষুধ জব্দ করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

আশরাফুল আলম বাংলাধারাকে বলেন, নগরীর ওআর নিজাম রোডে অবস্থিত কিউপিএস ফার্মেসি থেকে সম্প্রতি একজন ক্রেতা জিটিএন বা গ্লিসারিন ট্রাই নাইট্রেট নামে একটি মলম ক্রয় করেন। মলমটির নির্ধারিত দাম ৭০ টাকা। কিন্তু দোকানদার মলমটির দাম রাখেন ৯০ টাকা। ওই ক্রেতা ক্রয়ের রশিদসহ লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে অভিযানে গেলে দোকানি অতিরিক্ত দাম আদায়ের কথা স্বীকার করেন। এরপর তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ সময় কিউপিএস ফার্মেসি থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যে অনুমোদিত, মিস ব্রান্ডের ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

 বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন