৫ নভেম্বর ২০২৫

নগরীতে রহস্যজনক অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৫

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ওমর আলী মাতুব্বর সড়ক এলাকায় বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ডে ১জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫ জন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওমর আলী মাতুব্বর সড়কে চেয়ারম্যান ঘাটা এলাকার হাজী মফিজুর রহমান আবাসিক এলাকার বেদার মিয়া চৌধুরী টাওয়ারের ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনায় হতাহতরা হলেন, নজরুল ইসলাম(৪০), তার মা  মনোয়ারা বেগম(৬৫), হেজাজ(৩), আজবি(১০), কলি(৩০) ও নজরুলের স্ত্রী কলি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ  জহিরুল ইসলাম ভুঁইয়া জানান, আহতদের মধ্যে নজরুল ইসলাম হাসপাতালে মারা যান। নজরুলের শরীরের প্রায় পুরোটায় পুড়ে গেছে।

জানা যায়, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ