২৮ অক্টোবর ২০২৫

নগরীতে রিক্সা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »    

নগরীর পাহাড়তলী পুলিশ বিট এর পিছনে একটি রিক্সা গ্যারেজ হইতে ১৮টি চোরাই রিক্সাও সরঞ্জামাদিসহ দুইজন রিক্সা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জয়নাল আবেদীন (৫৫)। সে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া বাজারের মৃত সেরু মিয়ার ছেলে। অপরজন আবুল হোসেন (৫০)। সে কুমিল্লার বাতিসা বাজারের খালেক মাস্টারের বাড়ির মৃত এছাক মিয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকা হতে রিকশা চুরি করে রং কিংবা কিছুটা পরিবর্তন করে অন্য মালিকের নিকট সস্তায় বিক্রি করে।

১নং আসামী জয়নাল আবেদীনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫ টি মামলার সন্ধান পাওয়া গিয়েছে। তাদের রিক্সা চুরির প্রক্রিয়া হচ্ছে তাদের কোনো সদস্য টার্গেটকৃত রিক্সায় ভাড়ায় উঠে। কিছুদুর যাওয়ার পর নির্জন কোন জায়গায় যাত্রীবেশী চোর রিকশাওয়ালাকে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বলে তার জন্য এক প্যাকেট সিগারেট অথবা অন্যান্য কোন জিনিস এনে দিতে এবং সেই রিকশায় বসে আছে বলে জানায়।

রিক্সাওয়ালা সরল বিশ্বাসে তা আনতে গেলে এই সুযোগে যাত্রীবেশী চোর রিক্সাটি নিয়ে চম্পট দেয়। দীর্ঘদিন যাবৎ তারা এই প্রক্রিয়ায় কাজটি করে আসছে। এই গ্রুপের অন্যান্য সদস্যদের কে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর ৫ দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করা হবে জানান ওসি প্রনব চৌধুরী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন