বাংলাধারা প্রতিবেদন »
নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বাস চালককে আটক করেছে র্যাব-৭ ।
আজ শনিবার (২ নভেম্বর) আনুমানিক পৌণে ২ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির মাধ্যমে সৌদিয়া পরিবহন (চট্ট মেট্রো-ব-১১-০৭২৭) হতে আনুমানিক ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ চালক মোহাম্মদ ইউনুস (৫২) কে আটক করা হয়।
র্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলাকালীন সময়ে চেকপোস্টের দিকে আসা বাস রেখে বাসচালক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছে থেকে ১৯ হাজার ১১৫ পিস ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী বাসের ড্রাইভিং এর আড়ালে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাকলীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস
				












