২৫ অক্টোবর ২০২৫

নগরীতে ‘শুভসংঘ’র মাদক বিরোধী র‍্যালি

বাংলাধারা প্রতিবেদন »

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কালের কণ্ঠ শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা, র‌্যালি ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের সিআরবি শিরীষ তলায় শতাধিক তরুণ-তরুণীর উপস্থিতিতে আলোচসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন (পিপিএম), কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় প্রধান এস এম আজিজ।

অনুষ্ঠানে সদস্যদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান ওসি মোহাম্মদ মহসীন।

সংগঠনের সভাপতি রিয়াজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম ইকবাল হায়দারের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম’র সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুচ্ছাফা, সিনিয়র সদস্য মো. কাউছার আলম, অর্থ সম্পাদক জাহিদ হাসান নিবির, প্রচার সম্পাদক শাহেদ তালুকদার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফজলুল করিম নোমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অমিত রাজ দাস, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম রিফাত।

এছাড়াও অনুষ্ঠানে সগীর মাহমুদ,হেলাল মাহমুদ, মোহাম্মদ সাহেদুল ইসলাম, তানজীদ চৌধুরী,সাঈদ চৌধুরী, আব্দুর রশীদ ইমন, সায়েম সাঈমন,সাইফুল ইসলাম সজীব, এবিএম শাইখুল ইসলাম, মোহাম্মদ ইসমাঈল চৌধুরী, রিদোয়ান হৃদয়,সাইফুল ইসলাম রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, কক্সবাজার সহ শুভসংঘের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন