বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামকে চেয়ারম্যান করে চট্টগ্রামে সম্মিলিত বসন্ত উৎসব উদযাপন পরিষদ গঠিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে এক প্রস্তুতি সভা নাট্যজন প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে অনু্ষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের বিভিন্ন সংস্কৃতি কর্মী, সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও উৎসব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সংগীত শিল্পী কল্পনা লালা, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রাক্তন ছাত্রনেতা হেলাল উদ্দিন, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নৃত্য শিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেনকে পরিষদের কো চেয়ারম্যান করা হয়েছে।
পরিষদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামলকে মহাসচিব, হাসান জাহাঙ্গীর, সুজিত চক্রবত্তী, নিলু নাগকে যুগ্ম মহাসচিব, মোহাম্মদ সাজ্জাত হোসেনকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
এছাড়া মশরুর হোসেন, দেবাশীষ রুদ্র, মাহবুবুর রহমান মাহফুজ, শীলা চৌধুরী, এম. শাহাদাত নবী খোকা, শাহ আলম, রুনা পারভিনকে সমন্বয়কারী করে চট্টগ্রামের সব সাংস্কৃতিক সংগঠনের প্রধানদের উদযাপন পরিষদে অন্তর্ভুক্ত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় ‘মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে’ এই স্লোগানে আগামী ১লা ফাল্গুন ভিন্নধারায় চট্টগ্রামে বসন্ত উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে একটা উপদেষ্টা কমিটিও সভায় গঠন করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













