৪ নভেম্বর ২০২৫

নগরীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- হাসান (২৬)। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার শুক্কুরের ছেলে। সে দীর্ঘদিন ধরে কাজির দেউরির ফুটপাতে থাকে।

নিহতের খালা শাহনাজ জানান, হাসান দীর্ঘদিন থেকে কাজির দেউড়ি এলাকায় থাকে। সে ময়লা পরিস্কারের কাজ করতো।

ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত কোতয়ালী থানার এস আই মমিনুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। কাভার্ড ভ্যানটিকে আটক করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন