২৬ অক্টোবর ২০২৫

নগরীতে ১১২টি ভবন ও ৪১৫টি ঘর লকডাউন করেছে সিএমপি

বাংলাধারা প্রতিবদন »

চট্টগ্রামে করোনা শনাক্তের প্রথমদিকে লকডাউন করে দেওয়া বাড়ি বা প্রতিষ্ঠানের সামনে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হতো। এখন সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এ অবস্থায় স্থানীয়দের সাথে যোগাযোগ রেখে তাদের সহযোগিতা নিয়ে লকডাউন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এই মুহূর্তে ১৫২ স্থানের ১১২টি ভবন ও ৪১৫টি ঘর লকডাউনের আওতায় রয়েছে। এই মুহূর্তে নগরীর ১৫২ স্থানের ১১২টি ভবন ও ৪১৫টি ঘর লকডাউন করেছে সিএমপি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ খান জানান, নগরে একসাথে ৬৭টি স্পটে লকডাউন চলাকাল পর্যন্ত প্রতিটি স্পটেই আমরা ফোর্স দিয়েছি। এখন ১৫২ স্পটে মোট ১১২টি ভবন আর ৪১৫টা বাসা লকডাউনে আছে। কাজেই এটা বেশ কঠিন। সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে।

তিনি বলেন, তবে এখন আমরা যেভাবে করছি তাতেও লকডাউন নিশ্চিত করতে তেমন কোন অসুবিধা হচ্ছে না। যেহেতু থানা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

প্রতিদিন কয়েকবার করে স্পটে গিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন