২ নভেম্বর ২০২৫

নগরীতে ৫ জুয়াড়ি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর চকবাজারের ডিসি রোড এলাকায় থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সাথে টাকা ও জুয়ার সরঞ্জামও উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) চকবাজারস্থ ডিসি রোডের ইসমাইল কামাল জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. আব্দুর রহমান (৩৪), মো. আব্দুল খালেক (৩৪), মো. দিদারুল আলম (৪০), মো. খোকন (৩২), মো. সিরাজুল ইসলাম (৪০)।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার চকবাজারের ডিসি রোড এলাকার ইসমাইল কালাম জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭১০ টাকা ও জুয়া খেলার ৩ প্যাকেট তাস জব্দ করা হয়েছে।

আটককৃত তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ