বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে প্রায় ৭কেজি তামার তার সহ একটি চোর চক্রের নেতাকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতের নাম- মোঃ মহসিন উদ্দিন (৩৫)। সে চাঁদপুরের গাজী বাড়ির মিন্নত আলী গাজীর ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বাংলাধারাকে জানান, জিজ্ঞাসাবাদে সে জানায় তার একটি সংঘবদ্ধ বাহিনী রয়েছে যাদের বয়স সবার এই ১৮ বছরের নিচে এবং তাদের দিয়ে রাত্রেবেলা ফ্লাইওভারের উপর থেকে তার সহ বিভিন্ন মালামাল চুরি করিয়ে তার কাছে জমা দিলে সে উক্ত চোরাই মালামাল সমূহ বিভিন্ন জায়গায় বিক্রি করে।
তিনি আরো বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ফ্লাইওভারের উপর অন্ধকারের সুযোগ নিয়ে প্রায়ই চুরির ঘটনা সংঘটিত হয়। তার সংঘবদ্ধ বাহিনীর অন্যান্য সদস্যদের ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













