৩০ অক্টোবর ২০২৫

নগরীতে ৭ হাজার ইয়াবাসহ ট্রাক চালক গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও ট্রাকসহ ১ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ জানায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও ১টি ট্রাকসহ মো. মিলন প্রামানিক (৩৮) নামের এক ড্রাইভারকে গ্রেফতার করেছে।

গেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন