বাংলাধারা প্রতিবেদন »
নগরীর লতিফপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (৪ নভেম্বর) সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন লতিফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৫৫৫ পিস ইয়াবাসহ এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী খোকন (৩১) কিশোরগঞ্জের মজলিশপুর চৌকিদার বাড়ির বাসিন্দা রতনের ছেলে বলে জানিয়েছে র্যাব-৭।
র্যাব-৭ সূত্রে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাসে করে চট্টগ্রাম হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কিশোরগঞ্জ এর দিকে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল লতিফপুর সেবা ফিলিং স্টেশনের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় চেকপোস্টের দিকে আসা কিশোরগঞ্জগামী একটি বাস তল্লাশির জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার চেকপোস্টের সামনে এসে দাঁড় করায়। তাৎক্ষনিক উক্ত বাস থেকে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশীর মাধ্যমে প্রায় ৯৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মুল্যের ১৯ হাজার ৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তি , উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস
				












