বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কালুরঘাটের মেরিডিয়ান চিপস কারখানায় আগুন লেগেছে।
সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালুরঘাট শিল্প নগরীতে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট, বায়েজিদ, চন্দনপুরা এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ করা যায়নি। ভেতরে এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।
আগুন লাগার সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি জানান এই কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম












