২৮ অক্টোবর ২০২৫

নগরীর চান্দগাঁওয়ে ভোক্তা সমাবেশ শনিবার

বাংলাধারার প্রতিবেদন »

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের উদ্যোগে ভোক্তা অধিকার সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে ভোক্তা সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ভোক্তা সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন প্রধান অতিথি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশের উদ্বোধন করবেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যান সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী সিআইপি। মূখ্য আলোচক হিসেবে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ রেয়াজুল হক জসিম, জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফুল সমাবেশে সভাপতিত্ব করবেন।

আসন্ন এ সমাবেশকে ঘিরে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা স্কাউটস’র সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক শাহনেওয়াজ আলী মির্জা, ক্যাব চান্দগাঁও’র সভাপতি জানে আলম, ক্যাব নেতা অধ্যক্ষ মনিরুজ্জমান, আবু ইউনুচ, ক্যাব চট্টগ্রামের মাঠ সমন্বয়কারী তাজমুন্নাহার হামিদ প্রমুখ আলোচনায় অংশ নেন।

সভায় বক্তারা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভোক্তা সমাবেশ সফল করতে ক্যাব চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির সকল সদস্য/সদস্যা, গণমাধ্যম কর্মী, নারী, মানবাধিকার, উন্নয়ন কর্মী, বিভিন্ন পেশাজীবী, শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/যুব সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমাবেশে যোগদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন