বাংলাধারা প্রতিবেদন »
নগরীর চান্দগাঁও থানাধীন খেজুরতলা এলাকায় রেললাইনের পাশ থেকে ছুরিকাঘাতে খুন হওয়া এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তরুনীটিকে খুন করে রেললাইনের পাশে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহত তরুণীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলাধারাকে বলেন, নিহত তরুণীটির বয়স ১৬-১৭ এর মত হবে, বেশবুশা নিম্নবিত্তের। তার মাথার বাম পাশে ধারালো ছুরি দিয়ে এত জোরে আঘাত করা হয়েছে যে ছুরিটি বেশ ভিতরে ঢুকে আটকে আছে। হত্যার ঘটনাটি দুপুরের দিকে হয়ে থাকতে পারে।
তিনি বলেন, লাশটি যেহেতু রেললাইনে পাওয়া গেছে আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি। তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটির সুরতহাল করছি। কিছুক্ষনের মধ্যে লামটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হবে।
তিনি বলেন, মেয়েটি নাম পরিচয় ও খুনির তথ্য জানার জন্য আশেপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনো কোন ক্লু পাওয়া যায় নি।
বাংলাধারা/এফএস/এমআর













