২৯ অক্টোবর ২০২৫

নগরীর জামাল খানে ত্রাণ বিতরণে অংশ নেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর জামাল খান ২১নং ওয়ার্ডের সমাজ সেবক আওয়ামী লীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু এর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েক শতাধিক হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই- যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সে দেশে একজন লোকও অনাহারে থাকবেন না। সেটা হতে দেওয়া যাবে না। সবার জন্য খাদ্যের এভেইলিবিটি এবং নিরাপত্তাটা এনশিউর করতে আমরা কাজ করছি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, জামাল খান এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. সাহাব উদ্দিন ও ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মো. পাভেল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন