বাংলাধারা প্রতিবেদন »
নগরীর চান্দগাঁও চুনারটল এলাকায় অভিযান চালি জুয়ার আসর থেকে চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানাধীন চুনারটাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত চারজন হলো- ভোলার জেলার লালমোহন থানার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে মো. নূর ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কেরামত আলীর ছেলে মো. আলম, ৩ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মো. মাসুদ(৪২) ও চাঁন্দগাও ৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াস মেম্বারের বাড়ি চুনারটল এলাকার মৃত মো. আমিন শরীফের ছেলে মো. ইউনুস।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার গণমাধ্যমকে বলেন, কমিশনার স্যারের নির্দেশে জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। একটি জুয়ার বোর্ড থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তাস ও টাকা জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত চারজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
বাংলাধারা/এফএস/এএ













