২৫ অক্টোবর ২০২৫

নগরীর তিন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর ৩ সরকারি কলেজে (সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ) নতুন অধ্যক্ষ পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের (সরকারি কলেজ-২) এর উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

নতুন অধ্যক্ষরা হলেন- সরকারি সিটি কলেজের অধ্যক্ষ করা হয়েছে সুদীপ দত্তকে। এছাড়া, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আবু মোহাম্মদ মেহেদী হাসানকে উপাধ্যক্ষ করা হয়েছে। এছাড়া, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ তাহমিনা আখতার নূরকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গাছবাড়িয়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক কামরুল ইসলামকে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন