১৭ ডিসেম্বর ২০২৫

নগরীর পাঁচলাইশে বজ্রপাতে দুই ভাই আহত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় বজ্রপাতে দুই ভাই আহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় পূর্ব নাসিরাবাদ বাটা শো-রুম এর পিছনে নিজ বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন— মো. মুরসালিন (১৮) ও মো. মুক্তাদীর (৭)। তারা ওই এলাকার মো. বেলালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘বজ্রপাতে আহত দুই ভাইকে আনা চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের দেখে ৩৬নং ওয়ার্ডে ভর্তি করান। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছেন।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ