বাংলাধারা প্রতিবেদক »
নগরীর সাগরিকা পশুরহাট ইজারাদারের কাছ থেকে গত বছরের ২ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ১১০ টাকা ও ধনিয়ালাপাড়া পশুরহাট ইজারাদারের কাছ থেকে ৫০ লাখ টাকার বকেয়া ইজারা আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন অভিযান চালিয়ে চেকের মাধ্যমে এই বকেয়া ইজারা আদায় করেন।
অভিযানে হালিশহর দক্ষিণ কাট্টলী, গলিচিপা পাড়া ও সাগরপাড় এালাকয় অবৈধভাবে কোরবানির পশুর হাট বসার অপরাধে ৪ ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। কোরবানির পশু বৈধ হাঠে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা ও তিনি।
এসময় পশু ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষণিকভাবে ক্রেতা-বিক্রেতাদের হাত ধোয়ার ব্যবস্থা করা ও জীবাণুনাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করাসহ পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার রাখার নির্দেশনাও দেন তিনি।
অভিযান পরিচালনাকালে চসিকের কর্মকর্তা-কর্মচারি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরাও সহায়তা করেন।
বাংলাধারা/এসআরটি