বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগীরর ৫ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (২৮ আগস্ট) নগরীর পাহাড়তলী থানাধীন নয়াবাজার মৌসুমী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বরকত আলম (৬০) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার পূর্ব কালেঙ্গা (নউমুজা বাড়ি) এলাকার মরহুম আকবর আলমের ছেলে। সে বর্তমান নগরীর পাহাড়তলী থানাধীন নয়াবাজার মৌসুমী আবাসিক এলাকায় বসবাস করে আসছেন।
র্যাব সূত্রে জানা গেছে, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগীরর পাহাড়তলী থানাধীন নয়াবাজার এলাকায় জনৈক হুমায়ুন সাহেবের বাড়ির ১৯ নং ফ্ল্যাটের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করার সংবাদ জানতে পেরে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক ব্যবসায়ী মো. বরকত আলমকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ওই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত বরকত আলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নানারকম অভিনব কৌশলে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৮ লাখ ৮৫ হাজার টাকা।
আটককৃত আসামী এবং জব্ধকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













