১৫ জানুয়ারি ২০২৬

নগরীর পোশাক কারখানা ও খাদ্যগুদামে আগুন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগাম নগর‌ীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময় পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় খাদ্যগুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নগরীর পাহাড়তলী ও বায়েজিদ থানাধীন এলাকায় পৃথক এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকাল সাতটার দিকে বায়েজিদ থানাধীন বালুছড়ার ‘জেমিনি ফ্যাশন’ নামে একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি গিয়ে প্রায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এদিকে একই দিন সকাল সাতটার দিকে পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকার ‘বিডি সী ফুড’ নামের প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত তাৎক্ষণিক জানা যায়নি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ