২৯ অক্টোবর ২০২৫

নগরীর হোটেলে মিললো যুবকের মরদেহ

বাংলাধারা ডেস্ক»

নগরের স্টেশন রোডে অবস্থিত রিলাক্স হোটেলে কাউসার আলম (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতের বাড়ি কুমিল্লার লাকসাম থানার উত্তরদা ইউনিয়নের খালপাড়া এলাকার আমির ম্যানেজারের বাড়িতে। তার পিতার নাম আমিরুল ইসলাম।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, হোটেলের তিন তলা থেক কাওসার নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন