৩০ অক্টোবর ২০২৫

নগরীর ৪ মাদ্রাসা-এতিমখানায় ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা সনত বড়ুয়া

বাংলাধারা ডেস্ক »

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান নিখিল এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর আহ্বানে ১৪নং লালখান বাজার ওয়ার্ডে ৪টি মাদ্রাসা ও এতিম খানায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মহানগর যুবলীগের সদস্য সনত বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে এবং যুবলীগ নেতা পুজন লোধ ও মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য এমরান আহমেদ শাওনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসনাত মো. বেলাল, ১৪, ১৫ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আনজুমান আরা।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবুল খায়ের, টাইগারপার্স দোকান মালিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল সওদাগর, মহিলা আওয়ামী লীগ নেত্রী শেখ তছলীমা বেগম, মহানগর যুবলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ আলী, শেখ মহিউদ্দিন বাবু, রফিকুল ইসলাম রানা, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক কায়সার মাহমুদ রাজু, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফায়াত আলী ওয়াসিম, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবলীগ মোঃ সুমন, ইফতেখার ইফতি, এনামুল হক এনাম, মোঃ বাবর আলী, মো. রুবেল, মো. কবির হোসেন, মো. আকবার, মহানগর ছাত্রলীগ নেতা তানভীর ফয়সাল ইভান, দুর্জয় দাশ, অলক দাশ, বাপ্পী দাশ, কমল দাশ, রানা দাশ, মো. তাকের, মঈন উদ্দিন আজমির, আতিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের জন্য যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা। ইতোমধ্যে মাদ্রাসার শিক্ষকদের জন্য ৫শত ২৮কোটি টাকা ব্যয়ে মাদ্রাসার শিক্ষদের প্রশিক্ষণ ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের উপ-বৃত্তির ব্যবস্থা গ্রহণ করেছেন। একদিন এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেশকে বিশ্বের কাছে তুলে ধরবেন। সেই লক্ষ্যে নিয়ে বঙ্গবন্ধুর দেখানো নির্দেশনা একটি সুখী-সমৃদ্ধি শালী সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই দেশ এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন