২৪ অক্টোবর ২০২৫

নগরের জলাবদ্ধতায় প্রাণ গেলো অবুঝ শিশু হুমায়রার

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় হালিশহর আনন্দিপুর এলাকায় উন্মুক্ত নালায় পড়ে হুমায়রা নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বুধবার (৯ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। হুমায়রা ছিলেন গার্মেন্টসকর্মী মা ও ডিশলাইনম্যান বাবার একমাত্র সন্তান

সকালে মায়ের সঙ্গে মায়ের কর্মস্থলে এসেছিল ছোট্ট হুমায়রা। দুপুর গড়িয়ে বিকেলে সে ফুটবল খেলতে শুরু করে। খেলার একপর্যায়ে ফুটবলটি গড়িয়ে পড়ে পাশের উন্মুক্ত নালায়। পরে নালার পাশে গিয়ে বল তুলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। মুহূর্তের মধ্যে স্রোতের টানে সে হারিয়ে যায়
সবার চোখের আড়ালে।

প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পড়ার স্থান থেকে প্রায় ৫০-৬০ মিটার দূরে হুমায়রাকে উদ্ধার করেন। কিন্তু তখনোও হুমায়রা ছিল নিথর, নিস্তব্ধ। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতলে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটি আর বেঁচে নেই।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন হুমায়রার মা-বাবা ও প্রতিবেশীরা। মাত্র সাড়ে চার বছরের ফুটফুটে মেয়েটিকে হারিয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দিপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া এই নালাটিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। পাশ্ববর্তী বসুন্ধরা আবাসিক এলাকার পানি এই নালায় গিয়ে জমে থাকে, সৃষ্টি হয় ভারী স্রোত। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার এখানে নালা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে কাজ করা হয়েছে, কিন্তু টানা বর্ষণে পরিস্থিতি আবার ভয়াবহ রূপ নেয়।

ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আই ইউ এ চৌধুরী বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দীর্ঘদিন ধরে শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে কাজ করে আসছি। এই এলাকাতেও মেয়র মহোদয় ও উপদেষ্টা পরিদর্শন করেছেন। কাজ চলমান রয়েছে, তবে টানা বৃষ্টিতে কিছুটা সমস্যা থেকেই যাচ্ছে।”

শিশু হুমায়রার জানাযার নামাজ বাদ এশা বসুন্ধরা মসজিদে অনুষ্ঠিত হবে এবং পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন