২৩ অক্টোবর ২০২৫

নগরে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বেদখল হওয়া প্রায় চার হাজার একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ অভিযান শুরু হয়।

অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তারা হলেন- জেলা প্রশাসনের কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার হুছাইন মুহাম্মদ, পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ফারিস্তা করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মঈনুল হাসান।

সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাগরিকা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা। সোমবার ও মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন এ উচ্ছেদ অভিযান চলবে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রাম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব জমি থেকে স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে তিনজন ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলদারদের হাত থেকে দখলমুক্ত করে জমিতে পিলার ও কাঁটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন করা হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন