৬ নভেম্বর ২০২৫

নগর ছাড়ছেন ঘরমুখো মানুষ, ভিড় থাকলেও নেই বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক »

ঈদের ছুটিতে আজ থেকে বন্ধ সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশির ভাগ বানিজ্যিক প্রতিষ্ঠান। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে নগর ছাড়ছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাস, ট্রেন, প্রাইভেটকার, মোটরসাইকেল সহ যে যেভাবে পারছেন ছুটে চলছেন বাড়ির উদ্দেশে।

গন্তব্যে ছুটে চলা ঘরমুখো অধিকাংশ মানুষের যানবাহনের এক মাত্র আস্থা ট্রেন। আর তাই রেলওয়ে স্টেশন গুলোতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়। ঠিক এমনি উপচে পড়া ভিড় চোখে পড়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও। যাত্রীদের সমাগমে যেন হৈরৈ করছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গন।

স্টেশনে উপচে পড়া ভিড় চোখে পড়লেও নেই কোনো বিশৃঙ্খলা। শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশের একটি দল। এছাড়াও রয়েছে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি। এবং স্টেশনের শৃঙ্খলা বহাল রাখতে স্বেচ্ছাসেবি হিসেবে কাজ বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অন্ঞ্চলের বেশ কিছু লিডার এবং স্কাউটরা।

বাংলাদেশ স্কাউটস পাহাড়তলী রেলওয়ে জেলার সম্পাদক আশরাফুল আলম (এলটি) বলেন, বিগত কয়েক বছর যাবত আমি ও আমার জেলার বেশ কিছু রোভার এবং স্কাউটরা রেল সেবায় নিয়জিত আছি। ট্রেনের যাত্রীদের টিকিট চেক করতে সাহায্য করা, শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের ট্রেন খুজে পেতে সহায়তা করা সহ স্টেশনের বিভিন্ন কাজে আমরা সেবা প্রদান করে থাকি।

একজন আর এন বি কনস্টেবলের সাথে কথা হলে তিনি বলেন, প্রতিবারের মতো এইবার ও নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে কতৃপক্ষ। তবে এবার শৃঙ্খলা ও নিরাপত্তায় আগের তুলনায় একটু বেশি সতর্কতা অবলম্বন করছি আমরা।

এইদিকে স্টেশনের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে বেশি খুশি ট্রেনের যাত্রীরা। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা মঈনুল হোসেন নামের একজন যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, প্রতিবার ঈদ সামনে এলেই বাড়ি ফেরা নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করতো। ট্রেনের টিকিট পাবো কিনা তাই নিয়ে আতঙ্কে থাকতাল। তবে বাংলাদেশ রেলওয়ে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করায় আগের চাইতে কষ্ট অনেকটাি কমে গেল। আর স্টেশনে এসেও তেমন কোনো অশৃঙ্খলা চোখে পড়েনি।

তিনি আরও বলেন, এইবার টিকিট কিনতে কষ্ট করে আর স্টেশনে আসতে হয়নি। ঘরে বসেই টিকিট কিনতে পারেছি আমি।

সরেজমিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, শৃঙ্খলা বজায় রাখতে এবং বিনা টিকিটে ভ্রমন ঠেকাতে নিয়মিত স্টেশনে গিয়ে পরিদর্শন করছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বান্ঞ্চলের বিভিন্ন কর্মকর্তারা, আজকের রেল পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোহাম্মদ আবিদুর রহমান এছাড়াও সাথে ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধর, ডিএইস টি তন্ময় ও জুনিয়র লোকো ইন্সপেক্টর (জে এল আই) সাজ্জাদ হোসেন সহ আরও অনেকেই।

শুধু রেল নয়, চাপ বেড়েছে অন্যান্য যানবাহন গুলোতেও। অন্য যেকোনো সময়ের চেয়ে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে আগের চাইতে কয়েকগুণ। ফলে নগরজুড়ে মিলছে অতিরিক্ত যানযট। সড়কের প্রতিটা মোড়েই দেখা মিলছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে পুলিশ, র‍্যাব, আনসার সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী গুলো।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ