৩০ অক্টোবর ২০২৫

নগর যুবলীগ সম্মেলন/ সভাপতি-সম্পাদক পদে আলোচনায় যারা

বাংলাধারা প্রতিবেদক »

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। নগর যুব লীগে আসবে নতুন নেতৃত্ব। এদিকে সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ কারা পাচ্ছেন, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও গুঞ্জন।

এ নিয়ে কেন্দ্রীয় নেতা ও দায়িত্ববানদের চলছে চুলচেরা বিশ্লেষণ। সংগঠনের সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রলীগের সাবেক এক ঝাঁক ছাত্রনেতা ও যুবলীগের বর্তমান অনেক নেতা আগামী দিনে নগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চান। যেখানে সভাপতি পদে বায়োডাটা জমা দিয়েছে ৩৫ জন এবং সাধারণ সম্পাদক পদে বায়োডাটা জমা দেন ৭৩ জন। পদে স্থান করে নিতে কেন্দ্রীয় নেতাসহ দায়িত্ববানদের কাছে চলছে পদ প্রার্থীদের তোড়জোড়। শাহ আমানত বিমান বন্দরের ফটক থেকে সম্মেলনস্থলসহ পুরো নগরী ছেয়ে গেছে পোস্টার-ব্যানার ও পেস্টুনে।

সভাপতি পদে আলোচনার শীর্ষে আছেন নগর ছাত্রলীগ ও ওমর গণি এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিডিএর বোর্ড মেম্বার এম আর আজিম, ওমর গণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ পাল দেবু, নগর যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, আরেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম (সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে), কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম, পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিনসহ বেশ কয়েকজন ছাত্র ও যুব নেতা।

সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে আলোচনায় শীর্ষে আছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আসিফ মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া, যুবলীগ নেতা জাবেদুল আলম সুমন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিসহ বেশ কয়েকজন ছাত্র নেতা।

সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় শীর্ষে আছেন, আবু নাছের আজাদ, মো. সাজ্জাদ আলী, আরিফুল ইসলাম মাসুমসহ বেশ কয়েকজন ছাত্র নেতা।

পরিচ্ছন্ন নেতা নির্বাচিত হবে প্রত্যাশা করছেন যুব সমাজের অনেকেই। ইতোমধ্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাইম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ চট্টগ্রামে অবস্থান করে সম্মেলনের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ বিজ্ঞপ্তির আহ্বানের ভিত্তিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর যুবলীগ সভাপতি পদের জন্য ৩৫ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৭৩ জনের আবেদন জমা পড়ে। এসব আবেদন যাচাই-বাছাই শেষ করবেন দায়িত্বপ্রাপ্তরা। মেধাবী ও যোগ্যরাই আগামীর নগর যুবলীগের নেতৃত্ব দিবে প্রত্যাশা, যুব সমাজের।

আরও পড়ুন