বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হলেন তামিম ইকবাল। মাশরাফি বিন মর্তুজা স্বেচ্ছায় অবসর নেয়ার দুইদিন পরই এ ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি। এখন থেকে একদিনের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন এ ওপেনার।
ওয়ানডের নতুন অধিনায়ক নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে রোববার (০৮ মার্চ) সন্ধ্যায় বিসিবিতে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মাশরাফির উত্তরসূরী হিসেবে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম। তাকে অনির্দিষ্ঠকালের জন্য অধিনায়ক করা হয়েছে বলেও জানান পাপন ।
সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে হয়তো ওয়ানডে দলের নেতৃত্ব পরিবর্তন হতে পারে। আগামি অক্টোবরে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আগে থেকেই রয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।তবে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন মুমিনুল হক সৌরভ। তার অধীনেই আগামি মাসে আবারও পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। পাকিস্তান সফরে টেস্ট ম্যাচের আগে তামিমের নেতৃত্বে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাধারা/এফএস/টিএম













